চারঘাটে গ্রাম্য পুলিশদের মাঝে পিপিই দিলেন ওসি

প্রকাশিত: জুন ৪, ২০২০; সময়: ১০:৪৭ অপরাহ্ণ |
চারঘাটে গ্রাম্য পুলিশদের মাঝে পিপিই দিলেন ওসি

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর জেলার চারঘাট উপজেলা প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়লেও এখনো করনো সংক্রমণ মুক্ত উপজেলা হিসেবে চিহিৃত ছিল চারঘাট উপজেলা। তবে অন্য উপজেলায় আক্রান্তসহ মৃত্যূর খবর পাওয়া এখনো চারঘাটে তেমনটি ঘটেনি।

কিন্ত এক সপ্তাহ আগে চারঘাট উপজেলায় ঢাকা-গাজীপুর ফেরত আসা ড্রাইভার, গার্মেন্টস কর্মীদের নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতালে ল্যাবে পাঠানো হলে আক্রান্ত করোনা রোগীর পজেটিভ পাওয়া গেছে। এপযর্ন্ত চাঘাটে সারদায় এএসপিসহ মোট ৫জন করোনা রোগী শনাক্ত হয়। এজন্য অগ্রণী ভুমিকা রেখে চলেছেন উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কর্মকর্তা ও থানা পুলিশ।

করোনায় যেন আক্রান্ত না হয় সেইজন্য বিভিন্ন এলাকায় ধারাবাহিক ভাবে বাজার মনিটরিং, জনসচেতনার জন্য পাড়া মহল¬ায় মাইকিং, জরুরী কাজে বাড়ীর বের হলেও সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্য তৎপর ভুমিকায় রয়েছে থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় সরকারী নিদের্শনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বললেন চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডু।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১ট্ার দিকে থানা চত্বরে চারঘাট মডেল থানার উদ্যোগে রাজশাহী পুলিশ সুপার এর নির্দেশনায় মডেল থানা অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডু উপস্থিতিতে সকল পুলিশ কর্মকর্তা উপজেলার ৬টি ইউনিয়নে ৫৪ জন গ্রাম্য পুলিশদের মাঝে পিপিইসহ বিভিন্ন উপকরণ সারঞ্জাম তুলে দেন থানার ওসি সমিত কুমার কুন্ডু। এসময় থানার সকল পুলিশ কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের গ্রাম্য পুলিশ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • 219
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে