রাজশাহীতে একদিনে ১২ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: জুন ৩, ২০২০; সময়: ১০:৪৪ অপরাহ্ণ |
রাজশাহীতে একদিনে ১২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালে পৃথক দুইটি করোনা ল্যাবে আরও ১২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চারঘাট উপজেলার একজন চিকিৎসক ও গোমোস্তাপুল উপজেলার একজন মেডিকেল অফিসার রয়েছেন। বুধবার ল্যাব দুইটিতে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়।

নতুন শনাক্ত ১২ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, পাবনার তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও দুইজন। রাজশাহীতে নতুন পাঁচজন শনাক্ত হওয়ায় করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বুধবার হাসপাতালের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। যেখাসে পাঁচজনের নমুনায় করোনা ধরা পড়ে। এদের মধ্যে রাজশাহীর বাগমারা উপজেলার তিনজন ও নাটোর জেলার দুইজন। রাজশাহীর বাগমারায় আক্রান্তরা হলেন, রাজিব (৪০), সাইফুল ইসলাম (৩৫) ও রেনুকা (৩০)। আর নাটোরের আক্রান্ত দুইজন নাম রাসেল (৩২) ও উৎপল (২৬)।

এর আগে রামেকের করোনা পরীক্ষা ল্যাবের ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, রামেক ল্যাবে বুধবার দুই শিফটে ১৮৮ জন এর নমুনা পরীক্ষা করা হয়। তবে ১৬১ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। যেখানে সাতজনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। এদের মধ্যে পাবনার তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও রাজশাহীর চারঘাট উপজেলার দুইজন। আক্রান্তদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের একজন উপ-সহকারী মেডিকেল অফিসার এবং চারঘাটের একজন চিকিৎসক রয়েছেন।

আক্রান্তরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার ডা. মো. রেজাউল (৩৪) ও সুমন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সুশান্ত কুমার দাশ (৫২) ও রবিউল (৩৫)। এদের মধ্যে রবিউল স্বানীয় স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। পাবনা সদর উপজেলার ফাহিম মুনতাসির (১৮), রূপালী এবং সাজ্জাদ হোসেন (৩০)।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে