তানোরে পিতা-পুত্রের বিরুদ্ধে রাস্তার সরকারী গাছ বিক্রির অভিযোগ

প্রকাশিত: জুন ৩, ২০২০; সময়: ৩:৩৪ অপরাহ্ণ |
তানোরে পিতা-পুত্রের বিরুদ্ধে রাস্তার সরকারী গাছ বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, তানোর : তানোরে পিতা ও পুত্রের বিরুদ্ধে সরকারী রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গ্রামবাসীর পক্ষে একই গ্রামের নাছির মৃধার পুত্র মোস্তাফিজুর রহমান বাদি হয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ৭টার দিকে তানোর উপজেলার দুবইল পূর্ব পাড়া গ্রামের সরকারী রাস্তার একটি বড় শিশু গাছ কাটছিলো একই গ্রামের মৃত আমির বক্সের ছেলে আরমান আলী ও তার ছেলে মাসুদ রানা।
এসময় গ্রামবাসী তাদেরকে গাছ কাটতে নিষেধ করলে তারা (পিতা-পুত্রসহ তাদের ভাড়া করা লোকজন) গ্রামবাসীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে গাছ কেটে নিয়ে যায়। গ্রামবাসীর বাধা নিষেধ অমান্য করে তারা প্রকাশ্যে গাছ কেটে নিয়ে যায়। পিতা-পুত্রের হুমকির মুখে পড়ে গ্রামবাসী একত্রিত হয়ে কর্তৃপক্ষের কাছে দেন।

অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, এর আগেও ওই পিতা-পুত্র বেশ কয়েকবার বেশ কয়েকটি গাছ কেটে নিয়ে বিক্রি করেছেন, কিন্তু কর্তপক্ষ এসব বিষয়ে কোন খোঁজ খবর রাখেন না।

গত মঙ্গলবার দুপুরে গ্রামবাসীর পক্ষে দুবইল গ্রামের মৃত নাছির মৃধার পুত্র মোস্তাফিজুর রহমান বাদি হয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। তবে, খোঁজ নিয়ে জানা গেছে, কেটে নেয়া গাছটি বরেন্দ্র রহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র।

এব্যাপারে যোগাযোগের জন্য তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো’র মুঠো ফোনে একাধীকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

যোগাযোগ করা হলে বরেন্দ্র রহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র তানোর জোনের সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, এবিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেননি, অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে