পবায় বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা প্রদান

প্রকাশিত: জুন ২, ২০২০; সময়: ৯:৫৭ অপরাহ্ণ |
পবায় বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা প্রদান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে রিপন সরকার নামে এক ব্যক্তির নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সে মারা যায়। নিহত রিপন উপজেলার বড়গাছী ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত মনোরঞ্জন সরকারের ছেলে। উপজেলা প্রশাসন তার পরিবারের হাতে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেছে।

জানা যায়, রিপন সরকার ও তার স্ত্রী মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায়। কিছু ঘাস কেটে রিপন তার স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দেয়। আর কিছু ঘাস কেটে রিপনের বাড়ি ফেরার কথা। কিন্তু এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ ও বজ্রপাত হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপরেও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল হায়াত খবর পেয়ে সাথে সাথে দাদপুর গ্রামে গিয়ে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও বুধবার বড়গাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল রানা ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবণ, ৫ কেজি আলু পরিবারের নিকট পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে