চারঘাটে অবৈধ পুকুর খননে ভেকুর ব্যাটারী অকেজো করলেন এসিল্যান্ড

প্রকাশিত: জুন ২, ২০২০; সময়: ৬:৫০ অপরাহ্ণ |
চারঘাটে অবৈধ পুকুর খননে ভেকুর ব্যাটারী অকেজো করলেন এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : করোনায় সুযোগে সৎ ব্যবহার করে এক শ্রেণীর অসাধু রাজনৈতিক প্রভাবশালী ছত্রছায়ায় রাতের আধাঁরে চলছে পুকুর খননের উৎসব। রাজশাহীর চারঘাটে অবৈধ পুকুর খননে ভেকুর ব্যাটারী অকেজো করে দিলেন এসিল্যান্ড আনিসুর রহমান।

মঙ্গলবার দুপুরে উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকায় ভেকুর মাধ্যমে পুকুর খনন করছে এমন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের এসআই নাজমূল হক মৃধার সহযোগিতা এসিল্যান্ড এই ভ্রাম্যমান পরিচালনা করেন।

ভ্রাম্যমানের গাড়ি এলাকায় পৌছালে বা পুলিশের টের পেয়ে পুকুর খনন করার মালিককেরা মেশিন ভেকু রেখে তারা পালিয়ে যায়। পরে জনসম্মুখে উপস্থিতিতে অবৈধ পুকুর খননের মেশিন ভেকুর ব্যাটারী অকেজো করে দিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আনিসুর রহমান।

এ বিষয়ে এসিল্যান্ড আনিসুর রহমান জানান, এক ফসলী জমিতে পুকুর করতে গেলে জেলা প্রশাসক এর নিকট আবেদন মাধ্যমে অনুমতি নিতে হয়। কোন ব্যক্তি ফসলী জমি অনুমতি ছাড়া পুকুর খনন করতে পারবেনা। তবে এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে