রাজশাহীতে করোনায় মৃত শফিউর বন কর্মকর্তা ছিলেন

প্রকাশিত: জুন ২, ২০২০; সময়: ৫:২৪ অপরাহ্ণ |
রাজশাহীতে করোনায় মৃত শফিউর বন কর্মকর্তা ছিলেন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তি বন কর্মকর্তা। তাঁর নাম শফিউর রহমান (৫৫)। তিনি কক্সবাজারে বনবিভাগের লিঙ্করোড স্টেশন কর্মকর্তা ছিলেন। তাঁর পরিবার রাজশাহী নগরের কুমারপাড়া এলাকায় থাকে। তার বাড়ি নিয়ামতপুরে। মঙ্গলবার দুপুরে হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, গত শনিবার শফিউর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রোববার তাঁর নমুনা সংগ্রহ করা হয়। সোমবার পরীক্ষায় জানা যায়, তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন।

শফিউর রহমানের ছেলে আবু সালেহ মো. নাসিম বলেন, তাঁরা রাজশাহী শহরের কুমারপাড়ায় একটি ভাড়াবাসায় থাকেন। তাঁর বাবা কক্সবাজারে বনবিভাগের লিঙ্করোড স্টেশন কর্মকর্তা ছিলেন। গত ২৭ মে তিনি রাজশাহীতে আসেন। ঈদের কয়েক দিন আগে থেকে তাঁর বাবার হালকা কাশি ছিল। এক দিন আগে থেকে জ্বর ছিল। এই অবস্থায় তিনি রাজশাহীতে আসেন। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

আবু সালেহ জানান, তাঁরা দুই ভাইবোন। তিনি বড়। তিনি রুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। বাবার শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর লাশ নওগাঁর নিয়ামতপুরে গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে।

কোয়ান্টাম ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক কায়সার পারভেজ ওরফে মেহেদী জানান, তাঁরা স্বাস্থ্যবিধি মেনে পানিহার গ্রামে দাফনের সব ব্যবস্থা নিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে