রাজশাহীতে বাসের টিকিট কাউন্টারেও নেই স্বাস্থ্যবিধি

প্রকাশিত: জুন ২, ২০২০; সময়: ৫:২৯ অপরাহ্ণ |
রাজশাহীতে বাসের টিকিট কাউন্টারেও নেই স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক : টানা ৬৬ দিন পর রাজশাহী থেকে দ্বিতীয় দিনের মতো দূরপাল্লার ও আন্তঃজেলা বাস চলাচল করছে। দূরপাল্লার বাসগুলোতে স্বাস্থ্যবিধি মানা হলেও আন্তজেলা রুটের গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। টিকিট কাটতে ও বাসে উঠতে কোনো সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে না। টিকিট কাটতে ও বাসে উঠতেই যত ভিড়।

নগরীর ভদ্রা মোড় থেকে আন্তজেলা রুটে বাস চলাচল করে। মঙ্গলবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, প্রায় বাসেই আসনসংখ্যার অর্ধেক যাত্রী উঠানো হচ্ছে। বাসে যাত্রী উঠানোর পূর্বে করা হচ্ছে জীবাণুনাশক স্প্রেও। তবে টিকিট সংগ্রহ ও বাসে উঠার সময় কোনো সামাজিক দূরত্ব মেনে চলতে দেখা যায়নি যাত্রী ও পরিবহনের সাথে যুক্ত টিকিট বিক্রেতা ও সহায়তাকারীদের। ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি করে টিকিট কাটতে ও বাসে উঠতে দেখা গেছে যাত্রীদের।

ভদ্রা মোড়ের টিকিট কাউন্টার সহায়তাকারী ইমন বলেন, এ মোড়ে প্রত্যেকটা বাস ১০ মিনিট দাঁড়ানোর সময় পায়। এর মধ্যে যাত্রী উঠাতে হয়। এজন্য প্রতিটি বাসেই যাত্রী উঠানো নিয়ে একটি প্রতিযোগিতা থাকে। ফলে যাত্রীদের মধ্যেও একটা তাড়াহুড়ো লেগে যায়। এইজন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছে না।

তবে দূরপাল্লার বাসগুলোতে স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী পরিবহন করতে দেখা গেছে। বাসে জীবাণুনাশক স্প্রে করা ও যাত্রীদের শরীরের তাপমাত্রা মেপে বাসে উঠাতে দেখা গেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে