পবায় ভ্রাম্যমাণ আদালতে অকেজো করলেন পুকুরখনন কাজের ৫টি মেশিন

প্রকাশিত: জুন ২, ২০২০; সময়: ৪:৪৯ অপরাহ্ণ |
পবায় ভ্রাম্যমাণ আদালতে অকেজো করলেন পুকুরখনন কাজের ৫টি মেশিন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলায় অবৈধ পুকুর খনন চলাকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫টি ভেকু (এস্কেভেটর) মেশিন অকেজো করাসহ ৮টি ব্যাটারী জব্দ করা হয়েছে। পাশাপাশি সেখান থেকে একটি মোটরসাইকেল প্রশাসনের হেফাজতে নেয়া হয়।

মঙ্গলবার দুপুরে বড়গাছির গোপালহাটি গ্রামে এই অভিযান পরিচালনা করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুল হায়াত। উপস্থিত ছিলেন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুফি এবরার আহম্মেদ বকসী।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুল হায়াত, অবৈধ পুকুর খননকারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। পর্যায়ক্রমে সকল পুকুর খননকারিদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হবে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে