রাজশাহীতে এএসপি করোনায় আক্রান্ত

প্রকাশিত: মে ৩১, ২০২০; সময়: ১০:৩৬ অপরাহ্ণ |
রাজশাহীতে এএসপি করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলায় আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে তার নমুনা পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে। নতুন আক্রান্ত ব্যক্তি শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার বলে জানিয়েছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, এ দিন হাসপাতালে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৩ জনের নমুনার ফলাফল এসেছে। যার মধ্যে একজনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। নতুন আক্রান্ত রোগি একজন পুলিশ সদস্য। তিনি সারদা পুলিশ এ্যাকাডির শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার। তার নাম সাইদুর রহমান শেখ। এদিন সারদা পুলিশ একাডেমির ৪৪ জনের নমুনা পরীকক্ষা করা হয় বলে জানান তিনি।

নতুন একজন শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় করোনা আক্রান্তের সংখা বেড়ে ৫২ জনে দাঁড়াল। যার মধ্যে একজন নারী পুলিশ সদস্য রয়েছেন। আক্রান্তদের মধ্যে এক পুলিশ সদস্যসহ দুইজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন। স্বাস্থ্য বিভাগের হিসাবে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা এখনো করোনামুক্ত।

রাজশাহীতে দুইটি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর একটি রাজশাহী মেডিকেল কলেজ ও আরেকটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগ। রোববার হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে করোনা পরীক্ষা হলেও পিসিআর মেশিনের সার্ভিসিংয়ের জন্য এ দিন মেডিকেল কলেজ ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে