রাজশাহীতে পরিচ্ছন্নকর্মীকে থাপড়ালেন ক্রিকেটার সাব্বির

প্রকাশিত: মে ৩১, ২০২০; সময়: ৯:৫৫ অপরাহ্ণ |
রাজশাহীতে পরিচ্ছন্নকর্মীকে থাপড়ালেন ক্রিকেটার সাব্বির

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিচ্ছন্নকর্মীকে থাপড়ালেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন। রোববার বিকেলে পৌনে ৫টার দিকে নগরের বেলদারপাড়া নিজের বাড়ির সামনে এ ঘটনার পর বেশ কিছু পরিচ্ছন্ন কর্মী তার বাড়ির সামনে জড়ো হলে হট্টগোল শুরু করে। খবরে পেয়ে পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়ে পরিস্থিতি শান্ত করে তাদের কাজে পাঠায়।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ময়লা সংগ্রহের ভ্যান রাখা নিয়ে ক্রিকেটার সাব্বিরের সঙ্গে পরিচ্ছন্নকর্মীর সঙ্গে কথা কাটাখানি হয়। এর এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয় বলে শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে স্থানীয় কাউন্সিলর বিষয়টি সমাধান করে ফেলে।

রাসিকের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম বলেন, বিকেলে ক্রিকেটার সাব্বির রহমান প্রাইভেটকারে বাড়ির কাছে পৌঁছেন। এসময় দশতলা ভবনের গেটে দাঁড়িয়েছে ভ্যানে ময়লা নিচ্ছিল পরিচ্ছন্ন কর্মী। ওই ভবনে ছয় তলায় সাব্বির থাকেন। ময়লার ভ্যানের কারণে গাড়ি যাচ্ছিল না। সাব্বির পরিচ্ছন্ন কর্মীকে ভ্যানটি সরাতে বলেন।

তিনি আরও বলেন, তবে বাদশা নামের ওই পরিচ্ছন্ন কর্মী তার কথায় কোন সারা দিচ্ছিল না। এ সময় রেগে গেলে ওই পরিচ্ছন্ন বলে, ‘আমাদের কাজই তো ময়লা সরানো। ময়লা নিয়েই চলে যাবো।’ এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সাব্বির পরিচ্ছন্ন কর্মী বাদশাকে চড়-থাপড় মারে। পরে অন্য পরিচ্ছন্ন কর্মচারীরা খবর পেয়ে এলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশসহ আমি কিয়ে বিষয়টি মিমাংসা করে দেন।

নিযাম আরও বলেন, দুইজনেই যুবক। ভুল বোঝাবুঝি থেকে এ ধরণের ঘটনা ঘটেছে। সাব্বির পরে সরি বলেছে বলে জানান তিনি।

তবে এ নিয়ে ক্রিকেটার সাব্বিরের সঙ্গে যোগাযোগ করার সম্ভাব হয়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে