স্বরূপে ফিরছে রাজশাহী

প্রকাশিত: মে ৩১, ২০২০; সময়: ৩:৪৬ অপরাহ্ণ |
স্বরূপে ফিরছে রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : টানা ৬৬ দিন পর রাজশাহীতে অফিস-আদালত ও দোকানপাট খোলা হয়েছে। সীমিত পরিসরে চালু হয়েছে বাস চলাচল ও ট্রেন সার্ভিস। রোববার ছিলো প্রথম অফিস। রাস্তাঘাটে যানবাহন চলাচল করছে। দেখে যেকারো মনে হবে, স্বরূপে ফিরছে রাজশাহী।

অফিস-আদালত ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি সন্তোষজনক হলেও স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেখা যায়নি। অনেকেই মাস্ক ছাড়াই অফিস করতে দেখা গেছে। অফিসের প্রবেশপথে নেওয়া হয়নি স্বাস্থ্যবিধি মানার কোনো ব্যবস্থা।

এছাড়া শহরের সব দোকানপাট ও রেস্তোঁরা খোলা হয়েছে। মোড়ে মোড়ে খোলা হয়েছে চায়ের দোকানও। শহরের মধ্যে অটোরিকশা ও রিকশায় সামাজিক দূরত্ব নিশ্চিত না করেই যাত্রী চলাচল করছে। শহরে অনেকেই মাস্ক ছাড়াই চলাচল করছেন।

রাজশাহী থেকে সীমিত পরিসরে চালু হয়েছে ট্রেন ও বাস চলাচল। সকাল ৭ টায় বনলতা এক্সপ্রস ট্রেনটি মোট আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে