রাজশাহীতে চিকিৎসা না পেয়ে নারীর মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: মে ৩০, ২০২০; সময়: ১১:৩২ অপরাহ্ণ |
রাজশাহীতে চিকিৎসা না পেয়ে নারীর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ৪০ বছর বয়স্ক এক রোগী মারা যাবার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি করেছেন রোগীর স্বজনরা।

কাটাখালি পৌরসভার মোহনপুর এলাকার খুরশিদা (৪০) শনিবার সকাল সাড়ে ৮টায় রামেক হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে মারা যান। এ সময় তার পেট ফোলা ছিল ও শরীর ফেকাশে বর্ণ ধারণ করেছিল।

মৃতের স্বজনরা জানান, শুক্রবার দিনের কোনো এক সময় খুরশিদা বাথরুমে পড়ে যান। এসময় তিনি বাথরুমে থাকা বালতিতে পড়ে পেটে আঘাত পান। ঘটনার পর এলাকার একজন চিকিৎসক খুরশিদার প্রাথমিক চিকিৎসা করেন। তবে এতেও তার পেটের বেথা না সরায় শুক্রবার রাত নয়টার পর তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পেটে আঘাত পাওয়ার পর থেকেই তার নিশ্বাস নিতে কষ্ট হতে শুরু করে ও পেট ফুলে ওঠে।

স্বজনরা অভিযোগ করে আরও জানায়, বারবার অনুরোধ করার পরও রাত ১০ টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত খুরশিদাকে কোন চিকিৎসক সেবা দিতে আসেনি। সময়মতো খুরশিদাকে অক্সিজেন দেয়া সম্ভব হলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো বলেও দাবি করেন মৃতের স্বজনরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে