রাজশাহীতে অ্যাপেক্সের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ

প্রকাশিত: মে ৩০, ২০২০; সময়: ৪:০৬ অপরাহ্ণ |
রাজশাহীতে অ্যাপেক্সের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে অ্যাপেক্স বাংলাদেশ এর পক্ষ থেকে শনিবার সাংবাদিকদের জন্য মাস্ক ও হ্যান্ড গ্লাভস এবং করোনা রোগীদের চিকিৎসার জন্য ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে অ্যাপেক্স ক্লাব ও অব বরেন্দ্র এর ফ্লোর মেম্বার ফারুক হোসেন সকালে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. নওশাদ আলীর হাতে ওষুধ ও চিসিৎসা সরঞ্জাম তুলে দেন। এ সময় অন্যান্য চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন। এর আগে তিনি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতির হাতে ২০০ হ্যান্ড গ্লাভস ও ২০০ মাস্ক তুলে দেন।

ফারুক হোসেন বলেন, অ্যাপেক্স বাংলাদেশ একটি আন্তর্জাতিক সেবা সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে করোনাকালে সারাদেশেই বিভিন্ন ক্লাবের মাধ্যমে সাংবাদিকদের মাস্ক ও গ্লাভস এবং করোনা রোগীদের চিকিৎসার জন্য ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে রাজশাহীতে পাঠানো হয়েছে। এই দুঃসময়ে সাংবাদিকেরা অনেক ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন। আর করোনা রোগীদের চিকিৎসায় তাদের ক্লাবের এই সহায়তা যদি একজন রোগীরও প্রাণ বাঁচানোর কাজে লাগে তাহলে ভালো লাগবে।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ নওশাদ আলী এই চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ দেখে বলেন, এগুলো দিয়ে করোনা রোগীর চিকিৎসা করা যাবে। তিনি এগুলো রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে পাঠিয়ে দেবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে