মোহনপুরে ঢাকা ফেরত পোশাক শ্রমিক করোনা আক্রান্ত

প্রকাশিত: মে ২৯, ২০২০; সময়: ১১:৩২ অপরাহ্ণ |
মোহনপুরে ঢাকা ফেরত পোশাক শ্রমিক করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে ঢাকার সাভার ফেরত পোশাক শ্রমিক করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আরিফুল কবির। করোনা আক্রান্ত পোশাক শ্রমিকের নাম জাকিরুল ইসলাম (২৫)। সে উপজেলার ঘাসিগ্রাম ইউপির বেলনা গ্রামের আব্দুস সালামের ছেলে।

মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, গত ২০ মে জাকিরুল ঢাকা সাভার হতে তার গ্রামের বাড়ী উপজেলার বেলনা গ্রামে আসে। বাড়ীতে আসার পর সে করোনা উপসর্গে ভুগছিলেন। খবর পেয়ে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগের লোকজন গত ২৭ মে তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ল্যাবে পাঠানো হলে আজ শুক্রবার ২৯ মে পরীক্ষায় তার করোনা পজেটিভ হয় ।

মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আরিফুল কবির জানান, করোনা আক্রান্ত রোগীকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তাকে বাড়ীতে রেখে চিকিৎসাসেবা দেওয়া হবে।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, প্রশাসনের পক্ষ থেকে বাড়িটি লক ডাউন সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে । করোনা সনাক্ত রোগীর পরিবারের সদস্য সংখ্যা বাবা, মা, ভাই, বোনসহ ৪ জন। করোনা আক্রান্ত রোগীর সাথে কথা বলে জানা যায়, বর্তমানে তার কোন ধরনের সমস্যা নাই। তিনি ভাল আছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে