চারঘাটে প্রথম করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: মে ২৯, ২০২০; সময়: ১০:৫৯ অপরাহ্ণ |
চারঘাটে প্রথম করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলায় এই প্রথম করোনায় রোগী শনাক্ত হলেন একজন নারী।

শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২৭ মে মোট ৪৬ জনের নমূনা সংগ্রহ করে রামেক হাসপাতাল ল্যাবে পরিক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ঢাকা ফেরত উপজেলার মিয়াপুর গ্রামের আবুল মন্ডলের স্ত্রী সাবেরা বেগম (৫০) নামে একজনের নমুনা পজেটিভ পাওয়া গেছে।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: আশিকুর রহমান নিশ্চিত করে বলেন, করোনা পজেটিভ রোগীটি ১৮ মে ঢাকা থেকে করোনা উপসর্গ নিয়ে ফেরত আসা সাবেরা বেগমের বাড়িতে অবস্থান করার সংবাদ পেয়ে ২৭ মে তার নমূনা সংগ্রহ করে রামেক ল্যাবে পাঠানো হয়। ল্যাবের রিপোর্ট সূত্রে তার নমূনা করোনা পজেটিভ হয়েছে বলে জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে