তানোরে বিধবার জায়গা দখল, ঘরবাড়ী ভাংচুর ও লুটপাট

প্রকাশিত: মে ২৯, ২০২০; সময়: ১১:২৯ পূর্বাহ্ণ |
তানোরে বিধবার জায়গা দখল, ঘরবাড়ী ভাংচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ সদর ইউনিয়নের কামারগাঁ গ্রামে পশ্চিম পাড়া অসহায় বিধবা মহিলার জায়গা দখল ও ঘরবাড়ি ভাংচুর সহ ৩ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ করার সাহস পাচ্ছেন না অসহায় বিধবা মহিলাটি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যে কোন সময় দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

ও ভুক্তভোগীরা জানান, উপজেলার কামারগাঁ সদর ইউনিয়নের পশ্চিম পাড়ার কামারগাঁ মৌজায় ১১ শতক জমির ক্ষতিয়ান মালিক মৃত সামাদ। মৃত সামাদের ওয়ারিশসুত্রে উক্ত সম্পত্তি মালিক ছেলে আতাউর, মৃত সাত্তার, বশির ও মেয়ে আমেনা। উক্ত ৩ শতক সম্পত্তির উপর ঘর-বাড়ি নির্মান করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন তার মেয়ে আমেনা।

সারােদশে যখন কোভিড-১৯ মহামারিতে আতংকে সময় পার করছে। এমন অবস্থায় বৃহস্পতিবার সকালে সাড়ে ১১ টার সময় একই গ্রামের মৃত রহেদ আলীর ছেলে আজমদ্দিন, আজিমদ্দিনের ছেলে মেরেজ, হারেজ, আলো, মেরিনা ও মেয়ে জামাই সাকিল, ভাড়াটিয়া সন্ত্রাসী সামসুল সহ কোর্টের মিথ্যা বাড়ি ভাংগচুরের আদেশ নামা আসছে বলে তানোর থানার উপপরির্দশক রুহুল আমিনকে ম্যানেজ ও করে, তার সামনে সন্ত্রাসী কায়দায় লাঠি-সোটা ও ধারালো হাসুয়া নিয়ে অসহায় বিধবা আমেনা বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট চালায়।

অপরদিকে, হামলাকারীদের অব্যাহত হুমকির মুখে দরিদ্র বিধবা আমেনা কোথাও অভিযোগ করার সাহস পাচ্ছেন না। বিষয়টি নিয়ে ওই পরিবার প্রশাসনের উধর্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান সাথে কথা হলে তিনি বলেন, এ ঘটনার বিষয়টি আমার জানা নেই, এখনো কেউ কোন প্রকার অভিযোগও করেন নি। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনুগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • 63
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে