রাজশাহী নগরের শিরোইল পুলিশ ফাঁড়ির ‘লকডাউন’ প্রত্যাহার

প্রকাশিত: মে ২৮, ২০২০; সময়: ৫:৫৮ অপরাহ্ণ |
রাজশাহী নগরের শিরোইল পুলিশ ফাঁড়ির ‘লকডাউন’ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরের বোয়ালিয়া থানা এলাকার শিরোইল পুলিশ ফাঁড়ির সকাল কার্যক্রাম পুনরায় চালু হয়েছে। একই সঙ্গে কোয়ারেন্টিনে থাকা এই ফাঁড়ির কর্মরত ১৮ জন সদস্য কর্মস্থলে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল থেকেই তারা কাজে যোগ দেন।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, গত ২৩ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশারফ হোসেন নামের একজন এসআইয়ের মৃত্যু হয়। তার স্ত্রীর ছোট ভাই (শ্যালক) শিরোইল ফাঁড়ির ইনচার্জ ছিলেন। তিনি অসুস্থ্য ভগ্নিপতিককে দেখতে গিয়েছিলেন। এতে তিনিসহ ফাঁড়ির সদস্যদের মধ্যে করোনা সংক্রমিত হওয়ার সন্দেহে তাদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে মঙ্গলবার ইনচার্জের নমুনা সংগ্রহ করা হয়।

তিনি বলেন, বুধবার ফাঁড়ি ইনচার্জ এবং তার পরিবারের চার সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। এতে সকলের ফলাফল নেগেটিভ আসে। ফলে স্বাভাবিক কার্যক্রম পুরনায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ইনচার্জের নমুনা পরীক্ষার ফলাফল আসা পর্যন্ত ফাঁড়ির সকল কার্যক্রম স্থাগিত (লকডাউন) ঘোষণা করা হয়েছিলো। বুধবার ফলাফল নেগেটিভ আসলে লকডাউন তুলে নেওয়া হয় এবং পুনরায় বৃহস্পতিবার ফাঁড়ির স্বাভাবিক কার্যক্রম চালু হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে