গোদাগাড়ীতে ঝড়ে নিহত জাহানারার বাড়ীতে সেনাবাহিনী

প্রকাশিত: মে ২৮, ২০২০; সময়: ৪:৪৭ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে ঝড়ে নিহত জাহানারার বাড়ীতে সেনাবাহিনী

জ্যেষ্ঠ প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে গত মঙ্গলবার (২৬ মে) হঠাৎ ঝড়ের তান্ডবে কাদার গাথুঁনি দিয়ে ইটের দেওয়াল চাপায় মারা যাওয়া নারী জাহানারা (৩০) এর বাড়ী পরিদর্শন করেছে সেনাবাহিনীর একটি দল। নিহত নারী উপজেলার সুলতানগঞ্জ মাধবপুর রঘুনাথপুর গ্রামের রিকশা চালক বাদশার স্ত্রী।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইউসুফ আলীর নেতৃত্বে বৃহস্পতিবার (২৮ মে) একটি প্রতিনিধি দল ঝড়ে পুরো বাড়ী ভেঙ্গে যাওয়া বাড়ীটি সরেজমিনে পরিদর্শন করেন। গত ২৬ মার্চ পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম অনলাইন পোর্টালে নিউজ প্রকাশিত হলে সেনাবাহিনীর দৃষ্টি গোচর হলে পোর্টালের গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি এম. আব্দুল বাতেনকে সঙ্গে নিয়ে সেই বাড়ী পরিদর্শন করেন।

এ সময় নিহত জাহানারার স্বামী রিকশা চালক বাদশা, বাদশার বাবা আলাউদ্দিন ও ছোট্ট তিন শিশু সন্তানের সাথে সাক্ষাৎ করেন। গোদাগাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজাদ আলীসহ স্থানীয়রা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৬ মে হঠাৎ ঝড় হলে দুই শিশু বাচ্চাকে নিয়ে বাঁচার জন্য ঘরের খাটের নিচে আশ্রয় নেয় জাহানারা বেগম। এই সময় ঝড়ের সাথে প্রবল বৃষ্টি শুরু হলে ইটের ওয়াল খাটের উপর পড়ে গিয়ে চাপা পরে মারা যায়। তবে এসময় দুই শিশু সন্তান বেঁচে যায়।

  • 1K
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে