পবার পারিলা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত: মে ২৮, ২০২০; সময়: ৪:৩২ অপরাহ্ণ |
পবার পারিলা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার ইউনিয়ন পরিষদ উন্নয়ন পরিকল্পনা ও বার্ষিক বাজেটে সাধারন জনগনের অংশগ্রহণ নিশ্চিত এবং আসন্ন বাজেটে তাদের মতামতের প্রতিফলন ঘটানোর লক্ষে উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার পারিলা ইউনিয়ন পরিষদ হলরুমে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল বারী ভুলু। সভায় সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোসা. আয়শা বিবি, মোসা. মেহেরুন নেসা, মোসা. মনোয়ারা বেগম, ইউপি সদস্য জাফর আলী, আয়নাল হক, আব্দুস সবুর আলী, আলাউদ্দিন, শামসুদ্দিন, হানিফ, অনোয়ারুল ইসলাম, আবুল কাসেম, মোহাম্মদ আলী বাবু, ইউপি’র হিসাব কাম কম্পিউটার অপারেটর আব্দুল মজিদ প্রমুখ।

পরিষদের সচিব নুসরাত আফরিন আলম হলরুমে পারিলা ইউনিয়ন অর্থ ও সংস্থাপন এবং হিসাব রক্ষণ ও নিরীক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটি এবং পারিলা ইউনিয়নের আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

২০২০-২০২১ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ দুই কোটি ৪২ লাখ ৪ হাজার ৯ টাকার বাজেট ঘোষনা করা হয়। যারমধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৯ লাখ ৩৯ হাজার ৯০৯ টাকা এবং উন্নয়ন আয় ধরা হয়েছে এক কোটি ৯২ লাখ ৬৪ হাজার একশো টাকা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে