গৃহবধুর অপমৃত্যু ভিন্নদিকে নেয়ার চেষ্টার অভিযোগ

প্রকাশিত: মে ২৮, ২০২০; সময়: ৪:২৮ অপরাহ্ণ |
গৃহবধুর অপমৃত্যু ভিন্নদিকে নেয়ার চেষ্টার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : গত ২৬, ২৭ ও ২৮ মে রাজশাহী থেকে প্রকাশিত কয়েকটি অনলাইন পত্রিকায় বাগমারায় পরকীয়ায় বাঁধা দেওয়ায় গৃহবধুর আত্মহত্যা এবং বাগমারায় ধর্ষণের শিকার হয়ে বিষপান করে গৃহবধু শিরোনামে প্রকাশিত সংবাদটি ব্যাখ্যা দিয়েছেন চক সেউজবাড়ী গ্রামের জাকিরুল ইসলাম। প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা মোটেই সঠিক নয় বলে দাবি করেছেন তিনি।

জাকিরুল ইসলাম বলেন, গৃহবধু জেসমিন আক্তার গত ২৬ মে মঙ্গলবার সকালে বিষপান করে। ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশী হিসেবে বিষয়টি আমিসহ এলাকার লোকজন জানতে পারে। এছাড়াও গৃহবধুর বাবা আব্দুল জব্বার ও স্বামী এবাদুর রহমানের পরিবারের পক্ষ থেকে গৃহবধু জেসমিন আক্তার অসুস্থতার কারণে বিষপান করে আত্মত্যা করেছে মর্মে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে তারা। কিন্তু এই অপমৃত্যুকে ভিন্ন দিকে নেয়ার ষড়যন্ত্র করা হয়েছে।

তিনি বলেন, গৃহবধুর সাথে আমার কোন সম্পর্কই নেই। অথচ এলাকার কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধীর জন্য সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে পরিবার ও সমাজে হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্র করা হয়। -বাণিজ্যিক

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে