চারঘাটে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায়

প্রকাশিত: মে ২৫, ২০২০; সময়: ৮:৩৩ অপরাহ্ণ |
চারঘাটে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে। করোনা মোকাবেলায় এই ধরনের সরকারী নিদের্শনায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের তৎপরতায় ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার সকালে উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে ৭টা থেকে ৮টার মধ্যে ঈদুল ফিতরের জামাত শুরু হয়।

চারঘাট সদরের বাজারের বড় জামে মসজিদ কমিটির সভাপতি নাজিমউদ্দিন বলেন, এবার করোনায় একটু ভিন্নভাবে ঈদের জামাত। সরকারী নির্দেশনায় সকল মুসল্লিদের মাস্ক ব্যবহার করে আসতে বলা হয় এবং এখানে সকাল সাড়ে সাতটায় জামাত শুরু হবে।

উপজেলা প্রশাসন জামে মসজিদ কমিটির সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামিরা জানান, করোনা সংক্রমণ ঠেকাতে এবং স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরে সকল মুসল্লি ভাইদের মাস্ক পরিধান করে নামাজের জামাত করতে ও জায়নামাজ না নিয়ে আসার জন্য মাইকিং এর মাধ্যমে তা অনুরোধ করা হয়। ঈদুল ফিতরের সকাল ৮টায় জামাত শুরু।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে