রাজশাহী শহরে ৩ জনসহ আরও পাঁচজন করোনায় আক্রান্ত

প্রকাশিত: মে ২৪, ২০২০; সময়: ১১:৪৯ অপরাহ্ণ |
রাজশাহী শহরে ৩ জনসহ আরও পাঁচজন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুইটি ল্যাবে আরও আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের তিনজনসহ রাজশাহীর পাঁচজন। বাকি তিনজনের মধ্যে দুইজনের বাড়ি নওগাঁয় এবং একজন পাবনা। রাজশাহী মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে এদের নমুনা পরীক্ষা হয়েছে।

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, রোববার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে দুই শিফটে ১৮৮ জনের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। এর মধ্যে ত্রুটি থাকায় ৩৯টি নমুনার ফলাফল হয়নি। বাকি ১৪৯টি নমুনার মধ্যে ছয়টি পজিটিভ এবং ১৪৩টি নেগেটিভ।

নতুন আক্রান্ত ছয়জনের মধ্যে তিনজন রাজশাহী মহানগরীর। এদের মধ্যে একজন করোনা আক্রান্ত এবং সন্দেহভাজন রোগিদের জন্য নির্ধারিত খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন। একজনের বাড়ি নগরীর উপশহরে। অপরজনের বাড়ি নগরীর বালিয়াপুকুর। তারা সবাই পুরুষ। আক্রান্ত অন্য তিনজনের মধ্যে দুইজনের বাড়ি নওগাঁ। অপরজন পাবনার বাসিন্দা।

অপরদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের করোনা ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দুইজনের নমুনা পজেটিভ এসেছে। এদের বাড়ি তানোর ও মোহনপুরে।

নতুন পাঁচজন শনাক্ত হওয়ায় রাজশাহীতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হলো ৪৪ জন। এর মধ্যে রাজশাহী নগরের সংখ্যাটি বেড়ে ৮ জনে দাঁড়ালো। বাঘায় চারজন, পুঠিয়ায় আটজন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় তিনজন, মোহরপুরে ছয়জন, তানোরে ১০ জন ও পবায় দুইজন।

এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন নয়জন এবং মারা গেছেন একজন। এদের মধ্যে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মারা গেছেন। এছাড়া জেলার বাঘা উপজেলায় আরেক বৃদ্ধ মারা গেছেন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন আটজন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে