রাজশাহীতে ঈদের পোশাক না কিনে অসহায় মানুষদের পাসে ছাত্রলীগ নেত্রী

প্রকাশিত: মে ২৪, ২০২০; সময়: ১০:৫৪ অপরাহ্ণ |
রাজশাহীতে ঈদের পোশাক না কিনে অসহায় মানুষদের পাসে ছাত্রলীগ নেত্রী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা শাখার মুক্তিযুদ্ধ মঞ্চ সংগঠনের সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোছা ফারজানা মুস্তারি তৃষা ঈদের পোশাক না কিনে সেই অর্থ দিয়ে স্থানিয় অসহায় দুস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ঈদ উপহার বিতরণ করেছেন। রোববার সকালে বাঘা উপজেলায় তার এলাকার শতাধিক দুস্থ মানুষের মাঝে এসব ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

বিতরণ কৃত এসব উপহার সামগ্রীর মধ্যে চাল, লাচ্ছা সেমায়, দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর একটি করে ব্যাগ এলাকার শতাধিক দুস্থ মানুষদের হাতে তুলে দেন বলে জানিয়েছেন ছাত্রলীগ নেত্রী মোছা ফারজানা মুস্তারি তৃষা। এর আগেও এলাকার শতাধিক দুস্থ মানুষের মাঝে খাদ্য ত্রান সামগ্রীও বিতরণ করেন তিনি।

তিনি বলেন, প্রতি ঈদে নতুন জামা কাপড় কিনে ঈদ অানন্দ উপভোগ করে আসছি। তবে এবার করোনা পরিস্থিতিতে ঈদ উপলক্ষে ঈদের জামা কাপড় কিনার অর্থ থেকে দুস্থ মানুষের জন্য খাদ্য সামগ্রী ঈদ উপহার দিয়ে তাদের মুখে হাসি ফুটাতে পেরে আমি আনন্দিত অনেক অনেক। এলাকার দুস্থ মানুষের সুখে দুখে পাসে আছি, আগামীতে আরো ভালো কিছু করতে চাই তাদের জন্য বলে জানান ছাত্রলীগ নেত্রী তৃষা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে