রাজশাহীর মসজিদগুলোতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

প্রকাশিত: মে ২৪, ২০২০; সময়: ১:০৪ পূর্বাহ্ণ |
রাজশাহীর মসজিদগুলোতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কেভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে আর্থিক অস্বচ্ছলতা দূরীকরণে সারা দেশের ন্যায় রাজশাহীর মসজিদগুলোর দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত।

শনিবার সকাল ১০ টার দিকে নগরীর কোর্ট শহীদ মিনার চত্বরস্থ জেলা প্রশাসকের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক মসজিদ কমিটির হাতে প্রধানমন্ত্রীর অনুদানের বরাদ্দকৃত ৫০০০ টাকার চেক তুলে দেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক।

জানা যায়, রাজশাহী মহানগরীর ৪১৫টি, পবার ৬৩৫টি, গোদাগাড়ীর ৭৪৭টি, তানোরের ৫৭৭টি, মোহনপুরের ৩৮০টি, বাগমারার ১১২৫টি, দূর্গাপুরের ৪৭৯টি, পুঠিয়ার ৫৪৩টি, চারঘাটের ৪৮০টি ও বাঘার ৩৬০টি সর্বমোট ৫৭৪১টি মসজিদে ৫০০০ টাকা করে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত চেক বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসক অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে