কর্মহীনদের মাঝে ২৪তম বিসিএস ক্যাডারদের ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: মে ২২, ২০২০; সময়: ৯:০০ অপরাহ্ণ |
কর্মহীনদের মাঝে ২৪তম বিসিএস ক্যাডারদের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও বিপর্যস্ত। জাতীর এই সংকটকালে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অসহায় দুস্থদের প্রতি মানবতা প্রদর্শনের ব্রত এই সংকট হয়ে “করোনা দুর্যোগে অসহায়দের পাশে আমরা” এই স্লোগানকে সামনে নিয়ে শুক্রবার রাজশাহী জেলায় কর্মরত ২৪তম বিসিএস ক্যাডার কর্মকর্তাগণের সহায়তায় পুলিশ লাইন মাঠে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী পুলিশ সুপার শহিদুল্লাহ বিপিএম, পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব, রাজশাহী টিটি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক একেএম ফজলে রাব্বী।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, রাজশাহী কলেজের ইস স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মজিদ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নুরুল ইসলাম, পোস্টাল একাডেমির ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল জিয়াউর রহমান, মাউশি রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক আব্দুর রহিম, গোদাগাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তালেব, রাজশাহী সরকারী সিটি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের কনসালট্যান্ট ডা. সুমন ও রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদা অফিরোজ প্রমুখ।

অনুষ্ঠানে দেশের তথা বিশ্বের সকলের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে