তানোরে ঝড়-বৃষ্টিতে বোরো ধান নিয়ে বিপাকে কৃষকরা

প্রকাশিত: মে ৭, ২০২০; সময়: ১০:২৩ অপরাহ্ণ |
তানোরে ঝড়-বৃষ্টিতে বোরো ধান নিয়ে বিপাকে কৃষকরা

নিজস্ব প্রতিবেদক, তানোর : তানোরে কাল বৈশাখীর ঝড় ও বৃষ্টিতে বোরো ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকরা। জমির মাঠে মাঠে পাঁকা ধানের সোনালী ছটায় নতুন স্বপ্নে বুক বেধেছিলেন কৃষকরা। কিন্তু সেই স্বপ্ন ভেঙ্গে দিয়েছে শ্রমিক সংকট ও কালবৈশাখীর ঝড় ও বৃষ্টি। গত কয়েকদিনের ঝড় ও বৃষ্টিতে তানোর উপজেলার বিভিন্ন এলাকায় জমির পাকা ধান জমিতে সুইয়ে পড়েছে। ফলে জমিতে থাকা পাঁকা ধান দিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

তানোর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের ঝড় ও বৃষ্টিতে জমিতে থাকা পাকা ধান সুইয়ে পড়েছে। শ্রমিক সংকটের কারণে ধান কাটা সম্ভব হয়নি। কোন কোন এলাকার প্রান্তিক কৃষকরা জমির ধান কেটে মাড়াই করছিলেন এসময় হঠাৎ দুপুরের ঝড় ও বৃষ্টিতে ধান ভিজে গেছে।

গত কয়েকদিন সরেজমিনে তানোর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জমির মাঠের কোথাও পাকা ধান বাতাসে দৌল খাচ্ছে আবার কোথাও পাকা ধান কালবৈশাখীর ঝড়ে জমিতে সুইয়ে পড়েছে এবং পানিতে হাবুডুবু খাচ্ছে। এরই মধ্যে কোথাও কোথাও কৃষকরা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। এর মধ্যে কৃষকরা জমি থেকে ধান কেটে রাস্তায় মাড়াই করার সময় হঠাৎ ঝড় ও বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন।

গত কয়েকদিন মাঝে মাঝে ঝড় ও বৃষ্টিতে ভিজেই অনেক এলাকায় কৃষকদের ধান নিয়ে বিপাকে পড়তে দেখা গেছে। তানোর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে তানোর উপজেলায় ১৩ হাজার, ১শ’ ৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ ভাগ ধান খাটা হয়ে গেছে বাকি ধান শ্রমিক সংকটের কারণে কৃষকরা ঘরে তুলতে পারেননি।

তানোর উপজেলার আদর্শ কৃষক নুর মোহাম্মদ বলেন, এক দিকে শ্রমিক সংকট ও অন্য দিকে ঝড় ও বৃষ্টির কারণে কৃষকদেরকে চরম বিপাকে পড়তে হচ্ছে। তিনি বলেন, শিলা বৃষ্টির ভয়ে প্রান্তিক কৃষকরা চড়া দামে শ্রমিক নিয়ে ঝড় ও বৃষ্টির মধ্যেই ধান ঘরে তোলা চেষ্টা করছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে