রাজশাহী জেলা জুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০; সময়: ৪:১৩ পূর্বাহ্ণ |
রাজশাহী জেলা জুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে মোট ১৩ জন কে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার ০৮ এপ্রিল হতে গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া মুখপাত্র মোঃ ইফতে খায়ের আলম। গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে যে সব থানা এলাকায় গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে, গোদাগাড়ী মডেল থানা ০৫ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০০ জন, পুঠিয়া থানা ০১ জন, বাগমারা থানা ০০ জন, দূর্গাপুর থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০১ জন, বাঘা থানা ০২ জনকে আটক করে।

যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০১ জনকে মাদকদ্রব্যসহ ০২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়। গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ আলাল উদ্দীন(৩০) কে ১০৫ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আপর দিকে, জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ বিভিন্ন এলাকায় করোনা ভায়রাস থেকে সামাজিক দূরত্ব ও রাজশাহী লক ডাউন কার্যকর করতে পুলিশ মাঠে কাজ করছে। এছাড়া পুলিশ দুস্থদের মাঝে ত্রান বিতরন কর্যক্রম অব্যহত রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে