রাজশাহীর ৭৬৬ প্রবাসী করোনামুক্ত

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০; সময়: ৪:৪৬ অপরাহ্ণ |
রাজশাহীর ৭৬৬ প্রবাসী করোনামুক্ত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস ঠেকাতে বিদেশফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। সারাদেশের মত গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত রাজশাহীতে এক হাজার ৮০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। তবে ১৪ দিন পূর্ণ হওয়ায় এরই ৭৬৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তাদের কারও করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়নি বলে জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক।

তিনি জানানন, রাজশাহীতে হোম কোয়ারেন্টিনে রাখা বাক্তির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত মার্চ মাস থেকে শনিবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বিদেশ ফেরত ১ হাজার ৮০ জনকে। তবে এদের মধ্যে ১৪ দিন পূর্ণ হয়ে যাওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে ৭৬৬ জনকে।

যাদের ছাড়পত্র দেওয়া হয়েছে তাদের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ৪৫৪ জন। এর বাইরে বাঘা উপজেলার ৬০ জন, চারঘাটের ৪৬ জন, পুঠিয়ার ২৮, দুর্গাপুরের ২১, বাগমারার ২৭, মোহনপুরের ৪৬, গোদাগাড়ীর ৩৬, তানোরের ২৪ ও পবায় ২৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনও হোম কোয়ারেন্টিনে আছের ৩১৪ জন।

অপরদিকে গত ২৪ ঘন্টায় নতুন ৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই ৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। নতুন এই ৪ জন ভারত থেকে রাজশাহীতে এসেছেন। নতুন এই ৪ জনই এসেছেন মোহনপুর উপজেলায়। তাদের ১৪ দিনের জন্য হোম কোয়ারোন্টনে রাখা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে