ভাইরাসমুক্ত করতে গোদাগাড়ী পৌর এলাকায় পরিছন্ন অভিযান

প্রকাশিত: মার্চ ২৯, ২০২০; সময়: ১২:৪১ অপরাহ্ণ |
ভাইরাসমুক্ত করতে গোদাগাড়ী পৌর এলাকায় পরিছন্ন অভিযান

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : করোনা ভাইরাসের জীবানু মুক্ত করতে পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে গোদাগাড়ী পৌর মেয়র। রোববার সকাল হতে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ও গোদাগাড়ী পৌরসভার একটি নিজস্ব বাহিনী পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে।

সকালে গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু পরিচ্ছন্ন অভিযান এর শুভ উদ্বোধন করেন। সকাল দশটার দিকে শহীদ ফিরোজ চত্বরে অভিযান পরিচালনা করতে দেখা যায়। এছাড়াও অভিযানের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে যাচ্ছে।

গোদাগাড়ী পৌর মেয়র মনির ইসলাম বাবু বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে বাঁচতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট,, হাট-বাজার, দোকানপাটে ব্লিচিং পাউডারের সাথে পানি ও অন্যান্য জীবাণু নাশক ঔষধ ব্যবহার করে পরিচ্ছন্ন অভিযান চলছে। আগামীতে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানা।

এসময় উপস্থিত ছিলেন এক নাম্বার প্যানেল মেয়র মনিরা বেগম গোদাগাড়ী পৌর সচিব সারওয়ার জাহান মুকুল হিসাবরক্ষণ কর্মকর্তা হেলাল উদ্দিন, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর সেমাজুক হক সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে