রাজশাহীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রকাশিত: জুন ২৫, ২০১৯; সময়: ১০:৩৪ pm |
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পারিলার হাটরামচন্দ্রপুর ডাঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পবা থানায় ইউডি হয়েছে। দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো- ডাঙ্গিপাড়া গ্রামের লোকমানের ছেলে রনি আহমেদ (৫) ও একই গ্রামের বেলালের ছেলে পিয়ারুল ইসলাম (৬)।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর থেকে রনি ও পিয়ারুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামের মধ্যে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করা হয়। বিকাল সাড়ে ৫টার দিকে পুকুরঘাটে তাদেরকে ভাসতে দেখা যায়। স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।
পবা থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে। এর আগে পবা থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।