রাজশাহীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী কাটাখালির কিসমতকুখন্ডী এলাকায় আয়েশা সিদ্দিকা (৩৫) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সমজান আলীর স্ত্রী আয়েশা সিদ্দিকার লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
সোমবার রাতের কোন এক সময় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে কাটাখালি থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণের ধারণা।
তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।