রাবি ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা

প্রকাশিত: মে ২৩, ২০২২; সময়: ৯:১৩ অপরাহ্ণ |
রাবি ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুজন নেতাকর্মী অতর্কিত হামলার শিকার হয়েছেন। সোমবার (২৩ মে) বিকাল সাড়ে পাঁচটায় এই হামলার ঘটনাটি ঘটে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই হামলার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়।

হামলার বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহির সাথে কথা বললে তিনি বলেন, আজ সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছিল। ছাত্রদলের রাবি শাখার যুগ্ম আহ্বায়ক এম এ তাহেরর পরিক্ষা ছিল আজ। পরিক্ষা শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে আসতে ধরলে ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাকে উদ্দেশ্য করে বলে তোরা ক্যাম্পাসে কেন। এবং পরক্ষণেই ১৬ থেকে ১৮ জন ছাত্রলীগের ছেলেরা তার উপর হামলা করে এবং রক্তাক্ত করে ‌।

এসময় তাহেরের সাথে থাকা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির রেদোয়ানকেও তারা এলোপাথাড়ি মারধর করে। তারা দুজনেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন।

কারা হামলা চালায় জানতে চাইলে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের ছাত্রলীগের সহ সভাপতি শাকিল আহমেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে ১৬-১৮ জন এ হামলা চালায়।

তিনি এই হামলার তীব্র নিন্দা জানান এবং ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেন। এই হামলার প্রতিবাদ কর্মসূচির বিষয়ে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি ।

এবিষয়ে ছাত্রলীগের সভাপতি গোলাম কিররিয়ার সাথে কথা বললে তিনি বলেন, আমরা আমাদের নেতাকর্মীদের জানিয়ে দিয়েছি ক্যাম্পাসে যেখানেই ছাত্রদল-ছাত্রশিবির দেখা যাবে সেখানেই গণধোলাই দিতে হবে। তারা যদি ক্যাম্পসের পরিবেশে বিশৃঙ্খলা করতে চায় আমরা তাদের প্রতিহত করবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ইতোমধ্যে ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত জানার চেষ্টা করেছি । অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি ছাত্র উপদেষ্টাকেও বিষয়টি জানিয়েছি , তিনি হাসপাতালে খোঁজ খবর নিচ্ছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে