শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে রাজশাহী জেলা আ.লীগের সভা

প্রকাশিত: মে ১৫, ২০২২; সময়: ৯:০৬ অপরাহ্ণ |
শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে রাজশাহী জেলা আ.লীগের সভা

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৭ই মে গণতন্ত্রের মানসকন্যা আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৪২-তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় নগরীর অলোকার মোড়স্থ মাষ্টারসেফ রেষ্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার এবং সার্বিক পরিচালনা করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, রাজশাহী জেলার জেলা পর্যায়ের আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ জেলাধীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।

উল্লেখ্য, অদ্যকার প্রস্তুতি সভায় আগামী ১৭ই মে, ২০২২ খ্রি. তারিখ মঙ্গলবার বিকাল ৩.০০ টায় নগরীর বাটার মোড়ে রাজশাহী জেলা আওয়ামী লীগ এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত গণতন্ত্রের মানসকন্যা আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৪২-তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস সফল এবং সার্থকভাবে পালন করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রেজওয়ানুল হক পিনু মোল্লার পরিচালনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলফোর রহমান, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ(অবঃ) আ.ন.ম মনিরুল ইসলাম তাজুল এবং মোহনপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মোঃ আব্দুস সালাম-এর সুস্থতা কামনায় দোয়া করা হয়।

আয়োজন সফল করার লক্ষ্যে অত্র প্রস্তুতি সভায় বক্তৃতা রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিন্নাতুননেসা তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক এমপি, জেলা আওয়ামী লীগের সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এস.এম. একরামুল হক এবং মোঃ জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ লায়েব উদ্দিন লাভলু, জেলা কৃষক লীগর সভাপতি মোঃ রবিউল আলম বাবু, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আবদুল্লাহ খান, জেলা যুবলীগের সভাপতি মোঃ আবু সালেহ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাসরিন আক্তার মিতা, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি নার্গিস শেলি, জেলা তাঁতীলীগের সভাপতি মোঃ মাজদার রহমান মকুল, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাকিবুল ইসলাম রানা, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মফিজ উদ্দিন কবিরাজ, দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান ফিরোজ, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ গোলাম সারওয়ার আবুল, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে