প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ছাত্রলীগের সভাপতি জয়ের ঈদ উপহার বিতরণ করেন ছাত্রলীগ নেত্রী তৃষা
প্রকাশিত: মে ২, ২০২২; সময়: ১০:৪১ pm |
খবর > রাজনীতি
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এর ঈদ উপহার বিতরণ করেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারজানা মুস্তারী তৃষা। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঘা উপজেলা ও চারঘাট উপজেলার শতাধিক দুস্থ মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের পক্ষ থেকে ঈদ সামগ্রী লাচ্চা সেমাই, চিনি, দুধ, ময়দাসহ একটি করে প্যকেট দুস্থা মানুষের হাতে তুলেদেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারজানা মুস্তারী তৃষা। এসময় জেলা ছাত্রলীগের অন্যান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।