রাজশাহীতে বিএনপির সমাবেশে হট্টগোল, হাতাহাতি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২; সময়: ১০:৩৬ অপরাহ্ণ |
রাজশাহীতে বিএনপির সমাবেশে হট্টগোল, হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক : দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজশাহী জেলা বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার দুপুর ৩টায় পুঠিয়া উপজেলার শিবপুর হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু,বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুন রায়, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ জেলা এবং উপজেলা সমূহের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সমাবেশের শুরুতে বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিনু, রুহুল কবির রিজভী আহমেদসহ অতিথিরা মঞ্চে উঠলে অভিমান ও দ্বন্দ্বের জেরে মঞ্চে না উঠে সমর্থকদের নিয়ে মাঠে বসে থাকেন রাজশাহী মহানগর বিএনপির সদ্য সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

পরে তাদের মঞ্চে আসতে বলা হলেও তারা মাঠেই অবস্থান নেন। এতে বিব্রত হয়ে সমাবেশের এ সময় মঞ্চের সামনে বসে থাকা বিএনপির নেতাকর্মীরা হট্টগোল ও হাতাহাতি শুর করে।

দফায় দফায় চলে হাতাহাতি ঘটনা। পরে কয়েকটি পক্ষে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হয়েছে। সমাবেশে প্রথম থেকেই মাঠে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি ছিলো। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

এদিকে সমাবেশ থেকে ফিরে রাজশাহী মহানগরীতেও দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতে রাজশাহী সিটি কলেজ রাজারহাতা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে