গুরুদাসপুরে ৬ ইউনিয়নের নৌকার মাঝি যারা

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১; সময়: ৫:২৫ অপরাহ্ণ |
গুরুদাসপুরে ৬ ইউনিয়নের নৌকার মাঝি যারা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : পঞ্চম ধাপে নাটোরের গুরুদাসপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গুরুদাসপুর উপজেলার ৬টি ইউনিয়নের দলীয় প্রার্থী (নৌকা প্রতীক) পেলেন যারা তারা হলেন, ১নং নাজিরপুর ইউনিয়নের মো: শরিফুল ইসলাম, ২নং বিয়াঘাট ইউনিয়নের মো: মোজাম্মেল হক, ৩নং খুবজীপুর ইউনিয়নের মো: মনিরুল ইসলাম দোলন, ৪নং মশিন্দা ইউনিয়নের মো: মোস্তাফিজুর রহমান, ৫নং ধারাবারিষা ইউনিয়নের মো: আব্দুল মতিন, ৬নং চাপিলা ইউনিয়নের মো: আলাল উদ্দিন ভূট্রো।

৬ জন প্রার্থীর মধ্যে নতুন মুখ রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সাবেক তুখোর ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম শরিফ ছাড়া বাঁকি ৫ জন নৌকা প্রতিকে গতবারের বিজয়ী চেয়ারম্যান।

নতুন মুখ নৌকার প্রার্থী মোঃ শরিফুল ইসলাম আবেক আপ্লুত হয়ে বলেন, ছাত্র জীবন থেকেই দলের সুখে দুখে সর্বদা পাশে ছিলাম যার মুল্যায়ন জননেত্রী শেখ হাসিনা আমাকে করেছেন। তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে নাজিরপুর ইউনিয়ন বাসিকে পাশে থেকে আমাকে সাহায্য ও সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে