মহাদেবপুরে আ.লীগ সভাপতির বিরুদ্ধে ছোট ভাইয়ের জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১; সময়: ৫:৫২ অপরাহ্ণ |
মহাদেবপুরে আ.লীগ সভাপতির বিরুদ্ধে ছোট ভাইয়ের জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে ছোট ভাইয়ের জমি দখলের চেষ্টায় বাগানের বেড়া ভাংচুরের অভিযোগ উঠেছে এক ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের জোতহরী গ্রামে।

ওই গ্রামের মৃত বাহার আলীর ছেলে মোঃ মমতাজ আলী (মুনু) থানায় লিখিত অভিযোগ করেন যে, তার বড় ভাই ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ ইসমাইল হোসেন, তার দুই পুত্র মোঃ মোশারফ হোসেন ও মোস্তাফিজুর রহমান জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাগান তৈরির জন্য সিমেন্টের খুঁটি ও কাঁটাতারের বেড়া ভেঙ্গে দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে।

এ সময় তিনি বাধা দিতে গেলে তাকে দেশীয় অস্ত্র দেখাইয়া খুন জখমের হুমকী দেয়। এ বিষয়ে ইসমাইল হোসেনের পুত্র মোস্তাফিজুর রহমান বেড়া ভাংচুরের কথা স্বীকার করে জানান যে, ওই জমির উপর দিয়ে ভ্যান চলাচলের রাস্তা না দেওয়ায় তারা এ ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে