আব্বাস আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১; সময়: ৬:১৯ অপরাহ্ণ |
আব্বাস আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র ও আব্বাস আলীকে শাস্তি পেতেই হবে। তিনি যা বলেছেন তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে আব্বাস আলীর কটূক্তি প্রসঙ্গে এ কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (২৪ নভেম্বর) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

আব্বাস আলী রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়কও। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে মেয়রের দায়িত্বে আছেন।

এ পরিপ্রেক্ষিতে মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, এমন মন-মানসিকতার লোকজন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ আসে কী করে? জবাবে মন্ত্রী বলেন, আব্বাস আলী যা বলেছেন তা পুরোপুরি দলের চেতনাবিরোধী।

তার এ ধরনের কথা দলীয় নীতিমালারও পরিপন্থী। দল তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়েও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে