নাটোরে বাধায় স্মারকলিপি দেয়নি বিএনপি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১; সময়: ৪:১৭ অপরাহ্ণ |
নাটোরে বাধায় স্মারকলিপি দেয়নি  বিএনপি

নিজস্ব প্রতিবেদক, নাটোর : বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবীতে নাটোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়নি বিএনপি। বুধবার সারা দেশে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবীতে স্মারকলিপি দেওয়ার পুর্ব ঘোষনা থাকলেও সকাল থেইে পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা জেলা প্রশাসকের অফিস চত্বরে অবস্থান নেয়। এসময় আওয়ামীলীগ বিএনপির কর্মসুচী পালন প্রতিহত করার ঘোষনা দেয়।

এদিকে পুলিশের একটি সুত্র জানায়,কোন ধরনের অপ্রিতিকর পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পুলিশ শক্ত অবস্থান নেয়। পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শ করেন।

অপরদিকে বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, পুলিশের পক্ষ থেকে বিএনপির স্থানীয় নেতা কর্মীদের ্ ৫১৬ জনকে আসামী করে মিথ্যা মামলা করায় অনেকেই আত্মগোপনে রয়েছে। ফলে পুর্ব ঘোষিত কেন্দ্রিয় কর্মসুচী পালন করা সম্ভব হয়নি। মামলায় যাদের আসামী করা হয়েছে তারা সকলেই আদালতের মাধ্যমে মুক্ত হবেন। তিনি এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে