আওয়ামী লীগ জনগণের স্বার্থে কাজ করে: রেলপথ মন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১; সময়: ৬:৫২ অপরাহ্ণ |
আওয়ামী লীগ জনগণের স্বার্থে কাজ করে: রেলপথ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, স্বাধীন বাংলার প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের রেলপথকে পুনরুজ্জীবিত করেছিলেন। বর্তমান মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কাছে রেল সেবা পৌছে দিতে নতুন নতুন রেলপথ তৈরি সহ দেশে রেল যোগাযোগের নতুন মাত্রা যোগ করেছেন।

তিনি দেশের গণ মানুষের কথা ভাবেন। তিনি রেলের ডাবল লাইনে উন্নতি করণ সহ বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ.কে.এম.শামসুদ্দিন হলে সিরাজগঞ্জে বন্ধ হওয়া রেল যোগাযোগ পুনরায় চালুকরণ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নুরুল ইসলাম সুজন একথা বলেন এমপি।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহম্মেদের সভাপতিত্বে মত বিনিয়ম সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে.এম.হোসেন আলী হাসান সহ আওয়ামীলীগ ও জেলা স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। মত বিনিময় সভায় রেলপথ মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকতা,জেলা প্রশাসনের কর্মকতা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশ গ্রহন করেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, আওয়ামীলীগ সব সময় জনগণের স্বার্থে এবং সুবিধার জন্য কাজ করে। আমাদের প্রধানমন্ত্রী সেভাবেই দেশ চালাচ্ছেন। তার কাছে কোন দাবী করতে হয় না। আমরাও তার নিদের্শে সেভাবেই কাজ করছি।
বক্তারা সিরাজগঞ্জ জেলা বাসীর দাবীর প্রেক্ষিতে মন্ত্রীর নিকট বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালুর দাবী সহ ট্রেনটিতে প্রয়োজনীয় সংখ্যক আসন দাবী করেন।

এসময় মন্ত্রী বন্ধ ট্রেনটিকে চলতি মাসের মধ্যেই পুনরায় চালু করা সহ সকল সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস দেন।

  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে