রাজশাহী জেলা ছাত্রমৈত্রীর তিন নেতাকে বহিষ্কার

প্রকাশিত: জুন ১৭, ২০২১; সময়: ৭:৪৮ অপরাহ্ণ |
রাজশাহী জেলা ছাত্রমৈত্রীর তিন নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : সংগঠনের স্বার্থবিরোধী তৎপরতা ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রমৈত্রীর রাজশাহী জেলা কমিটির তিনজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক সাজন ইসলাম ও প্রচার সম্পাদক সোহেল রানা।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে ছাত্রমৈত্রীর জেলা কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাদের বহিষ্কার করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরে বহিষ্কারাদেশ সংগঠনের কেন্দ্রীয় কমিটি বরাবর প্রেরণ করা হয়। একইসাথে জেলা ছাত্রমৈত্রীর বর্তমান সহ-সভাপতি কামরুজ্জামান পলাশকে (ভারপ্রাপ্ত) সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, দপ্তর সম্পাদক ফয়সাল হোসেন বাদশা, ক্রীড়া বিষয়ক সম্পাদক লিটন, জাহিদ হোসেন অন্তুু, নাঈম ইসলাম প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে