জিয়ার স্মরণসভায় ছাত্রদলের মারামারি

প্রকাশিত: জুন ২, ২০২১; সময়: ৯:১৪ অপরাহ্ণ |
জিয়ার স্মরণসভায় ছাত্রদলের মারামারি

পদ্মাটাইমস ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটেছে।

বুধবার (২ জুন) জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

এসময় শৃঙ্খলা ফেরাতে সবার প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি কখনো জোর করে ক্ষমতা দখল করেনি। বারবার জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে। আবারও জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে চায়, সুযোগ পেলেই নিয়ে আসবে। আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়, জিয়াউর রহমানকে ভয় পায়, খালেদা জিয়াকে ভয় পায় এবং তারেক রহমানকে ভয় পায়। ভয় পাওয়ার কারণ হচ্ছে, তারা যেসব জায়গায় ব্যর্থ হয়েছে বিএনপি সেগুলোতে সফল হয়েছে।

পরে, আলোচনা সভায় সংঘর্ষে জড়ায় ছাত্রদলের কিছু নেতাকর্মী। মিলনায়তনের ভেতরে চেয়ার ছোঁড়াছুঁড়ি শুরু হয়। এতে অনেকটা বিচলিত হয়ে পড়েন অন্য নেতাকর্মীরা। উপস্থিত কেন্দ্রীয় নেতারাও হিমশিম খান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।

ছাত্রদল নেতাকর্মীর এমন আচরণে হাতাশা ও ক্ষোভ জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, ক্ষমতায় নিয়ে এলে আপনারা চালাতে পারবেন তো? আপনারা তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা ছেলে-মেয়ে। সুশৃঙ্খল হবেন না কেন? আপনারা যদি সুশৃঙ্খল না হয়ে দলকে শক্তিশালী না করেন, আমরা মরে গেলে তো মিলাদ করানোর কেউ থাকবে না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে