রাজশাহীতে শাহাবুদ্দীন বাচ্চুর মতবিনিময়

প্রকাশিত: মে ১৫, ২০২১; সময়: ৪:২৪ অপরাহ্ণ |
রাজশাহীতে শাহাবুদ্দীন বাচ্চুর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক অ্যালায়েন্স (আডা) সভাপতি শাহাবুদ্দীন বাচ্চু। বৃহম্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় করেন তিনি।

এ সময় শাহাবুদ্দীন বাচ্চু বলেন, বিরোধীদল হিসেবে বিএনপি ও জাতীয় পার্টি ব্যর্থ। জনগণ এদের ওপর ক্ষুব্ধ। এভাবে দেশের ভারসাম্য বজায় থাকে না। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। যারা জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। তিনি বলেন, সংসদ সদস্যরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য ব্যস্ত। অসহায়-দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের প্রতি তাদের কোনো দৃষ্টিপাত নেই। এছাড়া ১ কোটি ৮০ লাখ প্রবাসী বাংলাদেশীর পক্ষে সংসদের কথা বলার মতো নেই কোনো সাংসদ। সংসদে প্রবাসীদের জন্য কথা বলবে এরকম নেতাও দরকার। আগামীতে এমন দল তৈরি হয়ে সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আপামর জনসাধারণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মতবিনিময়কালে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান বলেন, দেশের মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে বৃহৎ এ সংগঠন। জনসম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে মাঠে সোচ্চার রয়েছেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ। লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে সর্বদা আপোষহীন থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করার আহবান জানান তিনি। এ সময় শাহাবুদ্দীন বাচ্চু এসব কর্মকান্ডের কথা শুনে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদকে সহযোগিতা করে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, সদস্য মো. শরিফ উদ্দীন, ২২ নম্বর ওয়ার্ড আহবায়ক রায়হানুল ফেরদৌস রাসেল প্রমুখ।

  • 150
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে