রাজশাহীতে আচরণবিধি ভেঙ্গে নির্বাচনী প্রচারে এমপি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১; সময়: ১২:০৭ পূর্বাহ্ণ |
রাজশাহীতে আচরণবিধি ভেঙ্গে নির্বাচনী প্রচারে এমপি

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ ফেব্রুয়ারি পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সোমবার বিকেলে হুজুরীপাড়ায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন। নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করে তিনি এই নির্বাচনী সভায় অংশ নেন। সভায় তার বক্তব্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর নৌকা প্রতীকে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান তিনি।

সভায় প্রধান বক্তা ছিলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌর নবনির্বাচিত মেয়র হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম, ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, পবা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, মফিদুল ইসলাম বাচ্চু, কামরুল হাসান রাজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হালিম। অন্যদের উপস্থিত ছিলেন, হুজুরীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, পবা উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু প্রমূখ।

আচারণ বিধি ভেঙ্গে নির্বাচনী প্রচারণার সভায় অংশ নেয়ার বিষয়টি জানতে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে সংসদ সদস্য আয়েন উদ্দিনকে পাওয়া যায়নি।

তবে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রচার-প্রচারণার সংসদ সদস্যরা অংশ নিতে পারবেন না। রাজশাহীতে সংসদ সদস্যের নির্বাচনী প্রচারে অংশ নেয়ার কোন অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এমন অভিযোগ উঠলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

  • 212
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে