রাজশাহীতে সমাবেশ করতে বিএনপির পছন্দ তিন স্থান

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১; সময়: ২:১১ পূর্বাহ্ণ |
রাজশাহীতে সমাবেশ করতে বিএনপির পছন্দ তিন স্থান

নিজস্ব প্রতিবেদক : আগামী পহেলা মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ। সমাবেশের জন্য মহানগরের তিনটি স্থান উল্লেখ করে তাই এরইমধ্যে পুলিশের কাছে আবেদন করেছে রাজশাহী বিএনপি। তবে, পুলিশের পক্ষ থেকে এখনও সমাবেশের স্থান নির্ধারণ বা সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। সোমবার (২২ ফেব্রুয়ারি) এই ব্যাপারে আলোচনার জন্য মহানগর বিএনপির শীর্ষ নেতাদের রাজশাহী পুলিশ সদর দপ্তরে ডাকা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আগামী ১ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে প্রতিদিনই ওয়ার্ডে ওয়ার্ডে কর্মীসভা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সমাবেশের অনুমতি চেয়ে তিনটি স্থান উল্লেখ করে গত ১৬ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়েছে।

ওই আবেদনে সাক্ষর করেছেন তিনি এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। আবেদনটি পুলিশের বিবেচনায় রয়েছে। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে, সোমবার এ ব্যাপারে বসার জন্য তাদেরকে ডাকা হয়েছে।

মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, রাজশাহী বিভাগীয় সমাবেশের জন্য এবার সাহেববাজার বড় মসজিদের সামনে, গণকপাড়ার উত্তরদিকে ও সোনাদীঘি মোড়ের কথা উল্লেখ করা হয়েছে। এখন পুলিশ যে স্থানে অনুমতি দেবে সেখানেই বিভাগীয় সমাবেশের আয়োজন করা হবে।

এই সমাবেশে গত সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত তিনিসহ ছয় পরাজিত মেয়রপ্রার্থীই বক্তব্য রাখবেন। এছাড়া কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকবেন। ওই সমাবেশ থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচি রূপরেখা ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন এই বিএনপি নেতা।

করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ৫ বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি। গত ৪ ফেব্রুয়ারি এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬টি সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে অংশ নেওয়া মেয়র প্রার্থীদের উদ্যোগে এসব সমাবেশ হবে। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগের দাবিতে এই কর্মসূচি শুরু হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে