নন্দীগ্রামে গলায় বোতল ঝুলিয়ে অভিনব প্রচার

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১; সময়: ৫:০২ অপরাহ্ণ |
নন্দীগ্রামে গলায় বোতল ঝুলিয়ে অভিনব প্রচার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : প্রাার্থী প্রচারে বেরিয়েছেন। সঙ্গে সঙ্গে ঘুরছে প্রতীকও! তা-ও আবার হাতে আঁকা নয়, একেবারে সত্যিকারের! এমন চিত্র দেখা গেছে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের ওমরপুর।

তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ২৭ ও সংরক্ষিত নারী আসনে ১৪ জন লড়ছেন। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে, ততোই প্রচার-প্রচারণায় জমে উঠছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর। চায়ের কাপে ঝড় উঠছে নির্বাচনী আলাপচারিতার। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা।

ভোটারদের সমর্থন আদায়ের জন্য অনেকেই ব্যতিক্রমী পন্থাও বেছে নিচ্ছেন। নির্বাচনী এ আমেজের মধ্যেই কোন কোন প্রার্থী নিজের প্রতীক বাস্তবে বহন করছেন। যে পানির বোতল মার্কা পেয়েছেন, তার সমর্থকরা প্রার্থীর সঙ্গে শতাধিক বোতল নিয়ে প্রচারণা চালাচ্ছেন। আবার যে ডালিম মার্কা পেয়েছেন, সে ডালিম নিয়ে ঘুরছেন। নির্বাচনী প্রচারণায় এগিয়ে থাকার এমন অভিনব কৌশল এখন অনেকেই বেছে নিয়েছেন। তবে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন পানির বোতল প্রতীক পাওয়া প্রার্থী। তিনি কর্মী-সমর্থকদের গলায় শতাধিক বোতল ঝুলিয়ে প্রচারণায় নেমেছেন।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে