পাবনায় নৌকাকে জয়ী করতে নাগরিক সমাজের প্রত্যয়

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১; সময়: ৪:৪৪ অপরাহ্ণ |
পাবনায় নৌকাকে জয়ী করতে নাগরিক সমাজের প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক, পাবনা : সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পাবনা নাগরিক সমাজ একত্রিত হয়ে কাজ করবার প্রত্যয় ব্যক্ত করেছেন। নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহবান জানিয়েছেন। পাবনা প্রেস ক্লাবে এক আলোচনায় বক্তারা পাবনার উন্নয়নের স্বার্থে এই আহবান জানান। তারা সরকারের উন্নয়নের প্রশংসা করে আওয়ামীলীগের পাশাপাশি সর্বস্তরের মানুষকে ৩০ জানুয়ারি বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের পক্ষে রায় দিতে অনুরোধ করেন। পাবনা নাগরিক সমাজ এই আলোচনা সভার আয়োজন করে। সভায় অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জলা যুবলীগের আহবায়ক ও পাবনা পৌরসভা নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ^াস সনি।

পাবনা নাগরিক সমাজ আহবায়ক ও পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খানের সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবিব হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, শিক্ষা বিভাগের সাবেক পরিচালক মির্জা একে শহীদুল ইসলাম, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা বনমালি ইন্সটিটিউটের সাবেক সম্পাদক লায়ন আলহাজ আবুল মাসুদ লাল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ হাবিুল্লাহ, বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব অ্যাডভোকেট আব্দুল হান্নান শেলী, বাংলাদেশ মহিলা পরিষদ, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুন্নাহার জলি, ওয়াইডব্লিউসিএ সাধারণ সম্পাদক হেনা গোস্বামী, ভাড়ারা ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান, পাবনা চেম্বারের সহসভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস, পাবনা চেম্বারের পরিচালক ও রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ^াস রানা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি আওয়াল কবির জয়, পাবনা মোটর মালিক গ্রুপ সাধারণ সম্পাদক আবুল এহসান খান রেওন।

উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মির্জা আজাদ, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সম্পাদক উৎপল মির্জা, তহুরা আজিজ ফাউন্ডেশনের পরিচালক দেওয়ান মাহবুবুল ইসলাম প্রমুখ। সভার শুরুর আগে জাতির জনক বঙ্গবন্ধুসহ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার টানা ১২ বছর ক্ষমতায় থাকায় দেশের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। এর প্রধান কারিগর আওয়ামীলীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার দূরদর্শী চিন্তা ও কর্ম পরিকল্পনায় বাংলাদেশ আজ বিশে^র কাছে রোল মডেলে পরিণত হয়েছে। ক্ষুধা ও দারিদ্র মুক্ত যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, সেই স্বপ্ন পূরণ করেছেন তারই কন্যা শেখ হাসিনা। তাই নৌকা প্রতিক আজ দেশের মানুষের কাছে উন্নয়নের প্রতিকে পরিণত হয়েছে। বক্তারা পাবনা পৌর মেয়র পদে নৌকার মনোনীত প্রার্থী হিসেবে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ^াস সনিকে মনোনয়ন দেয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

সভায় নৌকা মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ^াস সনি আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতিকে ভোট চেয়ে বলেন, প্রধানমন্ত্রী তাকে নৌকা প্রতিক দিয়েছেন। তার সিদ্ধান্তে আজ পাবনার সবাই ঐক্য হয়ে নৌকাকে জয়ী করবে এ্নশাআল্লাহ্। স্বার্থের উর্ধ্বে ওঠে সবাইকে একসাথে নৌকা প্রতিককে বিজয়ী করতে সবার প্রতি আহবান জানান। দ্বন্দ্ব বিভেদ ভুলে ৩০ জানুয়ারি পাবনা পৌর নির্বাচনে প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দেয়ার আহবান জানান তিনি।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে