ভবানীগঞ্জ পৌর নির্বাচনে প্রচারণার ব্যস্ত স্বতন্ত্র মেয়র প্রার্থী কামাল

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২১; সময়: ৩:৫৮ অপরাহ্ণ |
ভবানীগঞ্জ পৌর নির্বাচনে প্রচারণার ব্যস্ত স্বতন্ত্র মেয়র প্রার্থী কামাল

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন কামাল হোসেন। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন তিনি। ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে অন্য তিনজন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন কামাল হোসেন।

শুক্রবার ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের নিকট নিজের নারিকেল গাছ প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করেন। কামাল হোসেন এরই মধ্যে ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীর চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার অনেক পূর্বে থেকে নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালান তিনি। তবে স্থানীয় লোকজনের ভাবতেই পারেনি শেষ পর্যন্ত মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত ভাবে প্রতিদ্বন্দ্বীতা করবেন কামাল হোসেন। তাদের সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লড়ছেন মেয়র পদে।

ছোটবেলা থেকে জনসেবা করার ইচ্ছা কামাল হোসেনের। নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি একটি শিশুসদন, বৃদ্ধাশ্রম স্থাপন ও পৌরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে উদ্যোগ নেবেন। বর্তমানে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। পৌর এলাকায় নিজের নারকেলগাছ প্রতীকের পোস্টার টাঙানো ছাড়াও একাই ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন।

প্রচারণা কালে কামাল হোসেন বলেন, ছোটবেলা থেকে জনসেবা করার ইচ্ছা আমার। এ জন্য চাকরি ছেড়ে পৌর নির্বাচনের মাঠে নেমেছেন। তার প্রতি ভোটারদের সমর্থন রয়েছে। সেদিক থেকে সাড়াও পাচ্ছেন বেশ ভালো। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে অনেকটাই ‘আশাবাদী কামাল হোসেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে