জয় নিয়ে ঘরের ছেলে ঘরেই ফিরে যেতে চান বহিস্কৃতরা

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২১; সময়: ৩:৪১ অপরাহ্ণ |
জয় নিয়ে ঘরের ছেলে ঘরেই ফিরে যেতে চান বহিস্কৃতরা

নিজস্ব প্রতিবেদক, বাঘা : আগামী ১৬ জানুয়ারি রাজশাহীর আড়ানী পৌরসভার অনুষ্ঠেয় নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী শহীদুজ্জামানের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামলীগ দল থেকে বর্তমান পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলীসহ ৪জনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী পৌর আ’লীগের এক সভায় তাদের বহিস্কার করা হয়।

মুক্তার আলীসহ বহিস্কৃত অন্য সদস্যরা হলেন- পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিবর রহমান, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামলীগের সভাপতি আবদুল লতিফ এবং সাধারণ সম্পাদক সোহেল আলী। দলীয় প্রার্থীর বিপক্ষে মুক্তার আলীকে ভোট প্রচারনায় সহযোগিতা করায় দলের ওয়ার্ড কমিটির অপর ৩ নেতাকেও বহিস্কার করা হয়েছে। আড়ানী পৌর আওয়ামী লীগের দলীয় প্যাডে সাধারণ সম্পাদক আবদুল মতিনের স্বাক্ষরিত পত্রে তাদের বহিস্কারাদেশ দেওয়া হযেছে। আব্দুল মতিন জানান, বুধবার সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের সভায় তাদের দল থেকে বহিস্কার করা হয়েছে। তিনি জানান,এর আগে তাদের কাছে সর্তকামূলক চিঠি দেয়া হয়েছিল।

মুক্তার আলী জানান, কে, কখন, কাকে বহিষ্কার করেছে, সে ব্যাপারে আমার জানা নেই। এ সংক্রান্ত কোন চিঠি পত্রও পাননি। তবে নির্বাচনে জয় নিয়ে ঘরের ছেলে ঘরেই ফিরে যাবো।

  • 81
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে