রাজশাহীর কাটাখালিতে আ.লীগ, পুঠিয়ায় বিএনপির জয়

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২০; সময়: ৭:৩১ অপরাহ্ণ |
রাজশাহীর কাটাখালিতে আ.লীগ, পুঠিয়ায় বিএনপির জয়

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর কাটাখলি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ এবং পুঠিয়ায় বিএনপির প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নিজ নিজ পৌরসভার সহকারি রিটানিং অফিসার। পরে ফলাফল রিটানিং কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়।

রাত সাড়ে ৮টা পর্যন্ত শুধু পুঠিয়া পৌরসভার ফলাফল জেলা নির্বাচন কার্যালয়ে পৌছে বলে জানান সিনিয়র জেলা নির্বাচন ও পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা সাইফুল ইসলাম।

তিনি জানান, পুঠিয়ায় পৌরসভায় বিএনপির প্রার্থী আল মামুন ধানের শীষ প্রতীক নিয়ে ৫৯২০ ভোট পেয়েছেন। আর আওয়ামী লীগ প্রার্থী বর্তমন মেয়র রবিউল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫১৬০ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম নয়ন পেয়েছেন ১১৭৪ ভোট। ফলে ৭৬০ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বলে জানান নির্বাচন সাইফুল ইসলাম।

অপরদিকে, পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার শহীদুল ইসলাম জানান, কাটাখালী পৌরসভায় নৌকা প্রতীকে ১৬ হাজার ১৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজীয় হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্বাস আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা ও সাবেক মেয়র অধ্যাপক মাজেদুর রহমান জগ প্রতীকে পেয়েছেন ৮৬৭ ভোট।

এছাড়াও বিএনপি প্রার্থী অধ্যাপক সিরাজুল হক ধানের শীষ প্রতীকে ৭৮, স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে আবু সামা ৫১ ও খোকনুজ্জামান মাসুদ মোবাইল প্রতীকে ৭৯ ভোট পেয়েছেন বলে জানান তিনি।

  • 980
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে